জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু !

227
জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু ! ছবি-রাসেল

সুপ্রভাত বগুড়া(এম রাসেল আহমেদ জয়পুরহাট প্রতিনিধি): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামে বজ্রপাতে ছাইদুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এঘটনা ঘটে। নিহত এই কৃষক উপজেলার ছালাখুর গ্রামের মৃত একরাম আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ওই কৃষক বাড়ির পাশে মাঠে গরু নিতে যাওয়ার পথে আকাশ থেকে বজ্রপাত তাঁর শরীরে পড়লে গুরত্বর আহত হয়।

এসময় পরিবারের লোকজন ছুঁটে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় শোকেরছায়াবিরাজকরছে।