সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ জয়পুরহাট): জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার নওদা পাকুরতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা পাকুরতলী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর আলম তার নিজ পুকুরে মাছ চাষ করতেন।
সকালে পুকুরের বৈদ্যুতিক লাইনের বাল্বে সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।