জয়পুরহাটে  মাদক অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

371
জয়পুরহাটে  মাদক অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। ছবি-রাসেল

সুপ্রভাত বগুড়া  (এম রাসেল আহমেদ জয়পুরহাট): জয়পুরহাট জেলার শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাসকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় রাব্বি নামের তার এক সহযোগীকেও আটক করা হয়। সেবা দাস শহরের সাহেব পাড়ার স্বপন কুমারের পুত্র। আটক রাব্বী শহরের বুলুপাড়ার বেলাল হোসেনের পুত্র।

আজ শনিবার ভোরে শহরের স্টেশন সড়ক থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ম্যাগজিনসহ সেবা কুমার দাসকে গ্রেফতার করা হয়। এছারাও গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল, তাদের ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, সেবা দাস কুমারের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় হত্যা, অপহরণ, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত কাঁদামাটি গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ছিনতাইসহ বালু দস্যুতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।