জয়পুরহাট গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 

283
জয়পুরহাট গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 
সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাতখুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক- মাতখুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
থানায় মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাযায়, গত (৩০) নভেম্বর দুপুরে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী রবিউল অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির পাশে ধানক্ষেতে মুমূর্ষ অবস্থায় ফেলে পালিয়ে যায় সে।
পরে খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গ্রেফতারের বিষয়টি পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনসুর রহমান নিশ্চিত করেছেন।