জয় নিশ্চিত করে লা লিগা শিরোপার রেইসে টিকে থাকলো বার্সেলোনা!

212

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): ভিয়ালিয়ালকে ৪-১ গোলে হারিয়ে লা লিগা শিরোপার রেইসে টিকে থাকলো বার্সেলোনা। গোল করেছেন গ্রিজমান, ফাতি ও সুয়ারেজ। দুই আসিস্টে ম্যাচ সেরা মেসি। জয়ে রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়নদের ব্যবধান থাকলো চার পয়েন্টেই। দলের বড় জয়ের কৃতিত্ব মেসি ও মিডফিল্ডারদের দিয়েছেন কোচ কিকে সেতিয়েন।

টিকে থাকতে জয় চাই। জয় ছাড়া উপায় নাই। ফুটবলাররা ফর্মহীনতা, মেসি-গ্রিজমানের সাথে কোচের মনধরাধরি, প্রতিপক্ষের দুর্দান্ত ফর্ম চিন্তার কারণ ছিল। একাদশে পরিবর্তন এনে সেতিয়েন ফেরালেন, গ্রিজমানকে। ফল আসল দ্রুত। তার ক্রস থেকেই আত্মঘাতি গোল আদায়।

লিড বেশিক্ষণ টিকল না। ২০ মিনিটে মরেনোর গোলে সমতায় ভিয়ারিয়াল। বার্সেলোনা-ও পাল্টা আঘাত করল। মেসির অ্যাসিস্টে সুয়ারেজের নয়নজুড়ানো গোল। এগিয়ে গিয়ে আরও অ্যাটাকিং সেতিয়েনের দল। বিশ্বসেরা আক্রমণভাগকে সামলাতে বগ পেতে হয়েছে স্বাগতিকদের।

বিরতির আগ মুহুর্ত্বে বার্সার লিড বাড়ান গ্রিজমান। গোল করার চেয়ে, বানানোর দিকেই মন বেশি দিয়েছেন মেসি। রাকিটিচ, পুজের সাথে পার্টনারশিপে বল যোগান দিয়েছেন সুয়ারেজ-গ্রিজমানকে। শেষ দিকে আনসু ফাতির গোলে বড় জয় নিশ্চিত হয় চ্যাম্পিয়নদের।

এ জয়ে রিয়ালের সাথে ব্যবধান থাকল সেই চার পয়েন্টেই। বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন বলেন, আমি মিডফিল্ডারদের পারফর্মেন্স খুব খুশি। ওরা ফর্মে ফিরতে পেরেছে। মেসি সব সময়ে সেরা দিতে চায় সে সেটা পারেও। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ সে নিয়ে রেখেছে।

অসাধারণ। গ্রিজম্যানও দুর্দান্ত খেলেছে। গোলের দেখা না পেলেও ৯-য়ের উপর রেটিং নিয়ে ম্যাচ সেরা মেসি। বার্সার পরের ম্যাচ এস্পানিওলের বিপক্ষে, ৯ জুন।