ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কর্মহীনদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মান্নান আকন্দের খাবার

351


সুপ্রভাত বগুড়া (এ.কে.দিপংকর, বগুড়া সদর উপজেলা প্রতিনিধি): করোনা ভাইরাসের কারণে মানুষ যখন কর্মহীন অসহায় হয়ে জীবন যাপন করছে তখন হানা দিচ্ছে বৈশাখী ঝড় বৃষ্টি।

কিন্তু সে প্রতিকুলতা হার মানাতে পারেনি স্বেচ্ছায় যারা শুকরা এন্টারপ্রাইজের সত্বাধিকারী জনাব মোঃ আব্দুল মান্নান আকন্দের অর্থায়নে বিগত ২৬ দিন হলে প্রতিদিন কর্মহীন অসহায় মানুগুলোর বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে তাদেরকে।

তাদের সাথে কথা বলে জানা যায়, মান্নান সাহেবের কড়া নির্দেশ প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও যেন কোন বাড়ি খাবার পাওয়া থেকে বাদ না যায়।

কেননা রাতে এই খাবার বাড়িতে পৌঁছাবে বলে অনেকেই রান্না করেন না। ফলে খাবার না পেলে না খেয়ে থাকতে হতে পারে।

তারা আরো বলে মান্নান আকন্দ যদি অসহায় মানুষের কথা চিন্তা করে এত অর্থ ব্যয় করতে পারে তাহলে তারা কেন সামান্য বৃষ্টিকে উপেক্ষা করে খাবারগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবে না।