ঝিনাইদহে টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছে না হত-দরিদ্র ভ্যান চালক আমির মিয়া

247
ঝিনাইদহে টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছে না হত-দরিদ্র ভ্যান চালক আমির মিয়া। ছবি-রাসেল আহম্মেদ

সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ , ঝিনাইদহ): মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে নাটাকার অভাবে সু-চিকিৎসা মিলছে না বৈডাঙ্গা গ্রামের হত-দরিদ্র ভ্যান চালক আমির মিয়ার (৫৫) অসুস্থ আমির মিয়া ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামের মৃতঃমফিজ উদ্দিনের  ছেলে।

আমির মিয়া পেশায় একজন ভ্যান চালক একমাত্র ভ্যানের উপার্জনের টাকা দিয়ে সংসার চলে তার,কিন্ত অসুস্থ হওয়ার পর খুব কষ্টে দিন কাটছে তার পরিবারের পরিবারের সদস্যদের কথা বলে জানা যায়  দীর্ঘ দিন ধরে অসুস্থ, আমির মিয়া  বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় আছে।

ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর অথবা ঢাকায় পাঠাতে হবে তারকিন্ত  হত-দরিদ্র আমির মিয়ার পরিবারের পক্ষে তা সম্ভব না তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বা ঢাকায় পাঠানো।

আমির মিয়ার  পরিবারের একমাত্র উপার্জনকারি আমির মিয়া কে বাচাতে  সরকার ও সমাজের বিত্তবানদের  এগিয়ে আসার জন্য বিনীত আহ্বান করেছে তার পরিবার।