ঝিনাইদহ মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু !

244
ঝিনাইদহ মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ,ঝিনাইদহ, প্রতিনিধি): অন্ধকার রাতে আলো কাটায় মাছ ধরতে যাওয়ার পথে ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অমিত সরদার (৪০) নামের এক যুবকের করুন মৃত্যু হয়েছে।

রবিবার(৩১ মে) রাতে মহেশপুর  পৌর এলাকার পাতিবিলা কৈলাশপুর গ্রামের মাঠে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত অমিত সরদার অদিবাসী পাড়ার  মৃতঃ সাধন বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, অমিতসহ বেশ কয়েক জন রবিবার রাতে আলো কাটায় মাছ ধরতে যাওয়ার পথে মাঠে মধ্যে ঝড়ে ছিড়ে মাটিতে পরে থাকা পানির মটরের তারে পা পরলে অমিত বিদ্যুৎ স্পৃষ্ট হয় ।

সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পখে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান,যেহেতু বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে সে কারনে থানায় কোন অপমৃত্যু মামলা হয়নি।