সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ, ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সামিউল (৪) নামের এক বাক প্রতিবন্দী শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্রাহিমপুর গ্রামে। সামিউল ব্রাহিমপুর গ্রামের মনিরুল খানের ছেলে।
এলাকাবাসী জানায়, দুপরে বাক প্রতিবন্দী সামিউলের বাবা মা কাজের জন্য ঘরের বাইরে যায়।
সেসময় ঘরে কেউ না থাকার সুযোগে মোবাইল চার্জারের বিদ্যুৎতিক সকেটের ভিতর আঙুল ঢুকিয়ে দেয় সামিউল।
এসময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।