ঝিনাইদহ শৈলকুপায় লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু!

243

সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ,ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের হড়লা গ্রামে নজির উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আজ রবিবার সন্ধা ৬টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। ভাতিজা রাজন জোয়ার্দ্দার (২৮) পিতা ছনো জোয়ার্দ্দার এর সাথে লিচু পাড়াকে কেন্দ্র করে চাচা নজিরের কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে রাজন তার চাচা নজির উদ্দিনের মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় নজির উদ্দিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শৈলকুপায় এ নিয়ে গত ১৮ দিনে জোড়া খুন সহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চলতি মহামারি করোনা ভাইরাস ও রমজানে একের পর এক হত্যাকান্ড ঘটতে থাকায় জনমনে ব্যাপক হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।