ঝিনাইদহ শৈলকুপায়  ঘুড়ি ওড়াতে গিয়ে  এক কিশোরের মৃত্যু !

213
ঝিনাইদহ শৈলকুপায়  ঘুড়ি ওড়াতে গিয়ে  এক কিশোরের মৃত্যু ! ছবি-রাসেল
সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ, ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে সুমন হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সুমন ধর্মপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধর্মপাড়া গ্রামের রিপন হোসেন নামের এক যুবক জানান, বুধবার বিকেলে নিজের তৈরী কোয়াড়ে ঘুড়ি নিয়ে গ্রামের মাঠে ওড়াতে যায় সে।
সন্ধ্যা ঘনিয়ে এলে ঘুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য সুতা গুছিয়ে ঘুড়ি ধরতে গেলে ঘুড়ির শিং এ চোঁখ ও মাথায় আঘাত পায়।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। শৈলকুপার কচুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।