ঝিনাইদহ সাধুহাটিতে মোটরসাইকেল এক্সিডেন্টে এক বৃদ্ধার মৃত্যু !

295

সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ ,ঝিনাইদহ): ঝিনাইদহর  সদর উপজেলার সাধুহাটি  ইউনিয়নে গতকাল বুধবার সন্ধায় ধর্মতলা নামক স্থানে মোটর  সাইকেল এক্সিডেন্টে এক বৃদ্ধা মহিলার মারা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায় সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে মতিয়ার রহমানের ছেলে আলামিন সন্ধার ৭টার দিকে ডাকবাংলা বাজার থেকে মোটর সাইকেল যোগে দশমাইল বাজারে যাওয়ার পথে ধর্মতলা নামক স্থানে পথচারি বৃদ্ধা মহিলার সাথে এক্সিডেন্ট করে।

সেই সময় মহিলাকে নিয়ে স্থানিয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে উন্নত চিকিৎসা জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। 

এদিকে ডাকবাংলা ক্যাম্পের আইসি মোখলেছুর রহমান জানান সন্ধ্যা সাতটার সময় ধর্মতলা নামক স্থানে এক্সিডেন্টে ঘটে হাসপাতালে পাঠানো হয়েছিল কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে লাশ ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুুতি চলছে।