
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে বগুড়া শিশু পরিবার (বালিকা) এতিম শিশুদের মাঝে শুকরা এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী মোঃ আব্দুল মান্নান আকন্দ, মেসার্স রাকিবুল ইসলাম এর সত্বাধীকারী মোঃ রাকিবুল ইসলাম, মেসার্স রিতু এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী মোঃ হাসান আলী সরকার এর অর্থায়নে একটি ওয়ালটনের ৪৩” ফুল এইচ ডি স্মার্ট এল ই ডি টেলিভিশন ও মুক্ততারা সোসাইটির উদ্যোগে কয়েক রকমের মৌসুমি ফল বিতরণ করা হয়।
মোঃ আব্দুল মান্নান আকন্দ এতিম শিশু বাচ্চাদের উদ্দেশ্যেে বলেন, তোমাদের জন্য আমার মন সব সময় কাঁদে যার কারণে আমি তোমাদের মাঝে ছুটে আসি। তোমাদের রীপা আপা আমাকে টেলিভিশনের কথা বলা মাত্র আমি টেলিভিশন নিয়ে এসেছি এবং মুক্ততারা সোসাইটি সদস্যরা তোমাদের খাওয়ানোর জন্য কয়েক রকমের মৌসুমি ফল এনেছে।
টেলিভিশন ও মৌসুমি ফল বিতরণের সময় উপস্থিত ছিলেন, বগুড়া সরকারি শিশু পরিবারের (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক রীপা মোনালিসা, এছাড়া আরও উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন শাহিন, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান লিটন, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিয়াদ,
মেসার্স রাকিবুল ইসলাম এর সত্বাধীকারী মোঃ রাকিবুল ইসলাম, মেসার্স রিতু এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী মোঃ হাসান আলী সরকার, ব্যবসায়ী মোঃ নাহারুল ইসলাম, মুক্ততারা সোসাইটির প্রতিষ্ঠাতা নাফিউর রহমান, প্রচার সম্পাদক হাসিব খান, সদস্য বিপু, নেহাল, রাসিম, রিফাত, সিয়াম, সিজান, আঁখি, ফারিহা ও শিশু পরিবারের সকল সদস্যরা।