সুপ্রভাত বগুড়া (আলমগীর হোসেন): আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ে জঙ্গল থেকে অজ্ঞাত নামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলার নারগুন কহরপাড়া ফেরসাডাঙ্গী ব্রীজের পাশের জঙ্গল থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে দু-তিন দিন আগে ওই নারীকে হত্যা করে ফেরসাডাঙ্গী ব্রীজের পাশের জঙ্গলের ভেতর গর্ত করে পুতে রাখা হয়।
স্থানীয়রা ওই নারীর লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এ হত্যার সাথে জড়িত তা উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।