ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও একজন করোনা রোগী সনাক্ত

সুপ্রভাত বগুড়া (আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও এক কিশোরী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীর বাসা ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার জীবনপুর এলাকায়। তার বয়স ২০ বছর।

আজ রবিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।

Pop Ads

সিভিল সার্জন বলেন, আজ ১৭ মে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলায় নতুন করে একজন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সুত্রে জানা যায়, পূর্বের রিপোর্টসহ এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ৩৫ জনে। এদের মধ্যে আজ ২ জন সহ মোট ১৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

এছাড়াও আজ ঠাকুরগাঁও থেকে ৫৫ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুরে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও থেকে সর্বমোট প্রেরিত নমুনার সংখ্যা ১০২৭ এবং সর্বমোট প্রাপ্ত ফলাফল-৯২৪ ( যাদের মধ্যে ৮৮৯ জনের নেগেটিভ এবং সর্বশেষ রিপোর্ট সহ মোট ৩৫ জন পজেটিভ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here