ঠাকুরগাঁওয়ে  ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে  ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সুপ্রভাত বগুড়া (সজল আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি):  কানে কম শুনতে পাওয়ায় ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আফিজ উদ্দীন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার ১৩ই ডিসেম্বর) ঠাকুরগাঁও রোড ষ্টেশনের পাশ্ববর্তী রহিমানপুর ইউনিয়নের রেল লাইনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের হরিহরপুর মাদ্রাসা পাড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল আনুমানিক ৯ টার সময় ঘন কুয়াশা ছিলো এবং ওই নিহত ব্যক্তি কানে কম শুনতে পেতেন।

রেল লাইন পারাপার হওয়ার সময় এ ঘটনাটি ঘটে।ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, নিহত ব্যক্তির বাড়ি রেল লাইন পার্শ্ববর্তী এলাকাতে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে মেসেজ দেওয়ার আগে তারা লাশ লাইন থেকে অপসারন করে বাসায় নিয়ে গেছে।

আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন। সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, ঘটনার পর ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।