ঠাকুরগাঁও গড়েয়া ওয়ার্ড যুবলীগ কর্মীর উদ্যোগে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সুপ্রভাত বগুড়া (আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি): আসন্ন পবিত্র ঈদ উল-ফিতর ও করোনা ভাইরাস কঙ্কট মোকাবেলায় ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের ০৯ ওয়ার্ডের যুবলীগ কর্মী মমিনের  ব্যক্তিগত উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ২/৩ জন অসহায় নারীর হাতে চাল কিনার জন্য নগদ অর্থ  বিতরন করেন ।

আজ ২৩মে শনিবার বাদ আসর  সে  নিজে বাড়ি বাড়ি গিয়ে এসব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। এসময়  যুবলীগ  সদস্য ওয়াসকরনি, সজিব,জাকির  বিতরণ কাজে সহযোগীতা করে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে  যুবলীগের এই কর্মী চকহলদীর  সমাজের ধনাঢ্য মানুষের নিকট সাহায্য-সহযোগীতা নিয়ে এ পর্যন্ত  শতাধিক পরিবারের মাঝে চাল বিতরন করেছেন।

এরই ধারাবাহিকতায় আজও ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ  বিতরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here