সুপ্রভাত বগুড়া (সজল আলী ঠাকুরগাঁও জেলাা প্রতিনিধি): ঠাকুরগাঁও জেলায় রুহিয়া থানা অবস্থিত প্রগতি সংঘ ক্লাবে উনষ্ঠিত হয়েছিল শিতকালিন ফুটবল টুনামেন্ট খেলা(২০১৯),
খেলা টিকে উদ্ভধন করেছিলেন ২০ নং ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন এবং মেসার্স হক মেডিকেল ষ্টোর প্রোপাইটর তানভির আহম্মেদ সুমন আরো স্থানীয় কিছু সম্মানীয় ব্যক্তি গণ, ১৭-১২-২০২০ তারিখে খেলা টির আজকে খেলাটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট
রেফারি জলিল এবং সাইড রেফারি আহসান হাবিব রুবেল, এবং সবশেষে তিনারা বলেন দেশ ও এলাকাকে মাদকমুক্ত করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাব।