ঠাকুরগাঁও  রুহিয়ায় প্রায় ৮ লক্ষধিক মালামাল চুরি !

389
ঠাকুরগাঁও  রুহিয়ায় প্রায় ৮ লক্ষধিক মালামাল চুরি ! ছবি-সজল

সুপ্রভাত বগুড়া (সজল আলী রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় গত একমাসের ব্যবধানে পাঁচ বার চুরির ঘটনা ঘটে।  বুধবার (২ডিসেম্বর) দিবাগত রাতে রুহিয়া থানাধীন শিমুল তলায় ইউসুফ ট্রেডার্স ( কীটনাশক) দোকানে আবার চুরির ঘটনা ঘটেছে।

ইউসুফ ট্রেডার্স এর স্বাধিকারী মোঃ ইউসুফ আলি জানান, গতকাল সিনজেনটা কোম্পানির কাছে  ২ লাখ টাকার কীটনাশক  ডেলিভারি নিয়েছি আবার দোকানে আগের  কীটনাশক সহ প্রায় ৮ লাখ টাকার মতো মালামাল চুরি হয়েছে।

তিনি বলেন, প্রতি দিনের মত গত রাত ৯ টার সময় দোকান বন্ধ করে বাসায় যাই সকালে  দোকান খুলতে এসে দেখি দোকানের শাটার ও তালা ভেঙে ভিতরে ঢুকে দোকানের সব কিছু নিয়ে গেছে। স্থানীয় দোকানদার গুলো এই চলমান চুরির ঘটনায় চরম বিপাকে পড়ছে বলে জানার।

রুহিয়া থানার এসআই শফিক ঘটনা স্থলে পরিদর্শন করেন এবং তিনি বলেন, এলাকায়  চুরির উপদ্রব বেড়ে গেছে। এভাবে চলতে দেওয়া যায় না, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।