ঢাকার ধামরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু !

232

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে করোনার প্রথম এক ব্যক্তি মারা গেছেন। মৃত ওই ব্যক্তির নাম মো. আনছের আলি (৬৫)।

তিনি ভারারিয়া ইউনিয়নের কাকরান এলাকার বাসিন্দা। আজ রবিবার ভোরে তিনি নিজ বাসায় মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় সকালেই দ্রুত তার মৃতদেহ দাফন করা হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল সকালেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

রাত বারোটার দিকে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।  ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় এই প্রথম একজন মারা গেলেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।