ঢাকার ধামরাইয়ে করোনা রোগীর পাশে পৌর মেয়র গোলাম কোভিদ মোল্লা

238
ঢাকার ধামরাইয়ে করোনা রোগীর পাশে পৌর মেয়র গোলাম কোভিদ মোল্লা। ছবি-মিজানুর রহমান

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে মহামারী করোনা ভাইরাসে জনগন, পুলিশ সদস্য, সাংবাদিক দম্পতিসহ এ পর্যন্ত ১২৭ জন সংক্রমিত হয়েছে।

কোভিন ১৯ করোনায় আক্রান্ত তাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে পুরো বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

এই সকল পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

সোমবার (০১ জুন) বিকালে ৫০ জন করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে বিভিন্ন প্রকারের খাবার বিতরণ করা হয় ।এ বিষয়ে ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন, আমার যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।

করোনা রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী দিচ্ছি। আজ ৫০ জন করোনা ভাইরাসে সংক্রমিত পরিবারে বিভিন্ন ধরনের খাবার দিয়েছি। কারণ তাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।তারা ঘর থেকে বের হতে পারছে না।

এই মূহুর্তে তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। কারন আমাদের দেশ এখন দূর্যোগ মূহুর্ত পার করছে। তাই অসহায় কর্মহীন মানুষের পাশে এলাকার সকল বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে আমি মনে করি