ঢাকা ধামরাই উপজেলার বরাটিয়া শিশু পল্লী মাদ্রাসায় চ্যারিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বরাটিয়া শিশু পল্লী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কাতার চ্যারিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ১৩ মে সকালে বরাটিয়া শিশু পল্লী মাদ্রাসা হতেশিক্ষার্থীদের অভিভাবক এর মাধ্যমে কাতার চ্যারিটির পক্ষ থেকে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাঃ মোঃ মাহমুদুল হাসান এর সার্বিক ব্যবস্থাপনায়, মাদ্রাসা শিক্ষার্থী সহ এতিম অসহায় এলাকার নিন্মআয়ের প্রায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল ২০ কেজি, ছুলা বুট ২ কেজি, ডাউল ২ কেজি, চিনি ২ কেজি, পিঁয়াজ ২ কেজি, খেজুর ৩ কেজি, লবন ১ কেজি।

এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন মাসরুল হক শিক্ষা সচিব, শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক হাফেজ খাবরুরুল হক, শিক্ষক রাশেদুল ইসলাম, শিক্ষক একি নামে তিন জন আসাদুল্লাহ, মাহফুজ হোসেন,

ইসমাইল হোসেন, মিনহাজুল আলম, মনিরুজ্জামান হোসেন, তাজুল ইসলাম, নাজমুল হোসেন। সবাইকে অগ্রীম প্রবিত্র ইদুলফিতরের শুভেচ্ছা জানান অত্র মাদ্রাসা প্রধান শিক্ষক মাঃ মাহমুদুল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here