বগুড়ায় গাবতলীতে প্রেমিককে ভুলতে না পেরে নববধূর আত্ম হত্যা !

401
বগুড়ায় গাবতলীতে প্রেমিককে ভুলতে না পেরে নববধূর আত্ম হত্যা ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে বিয়ের পরও পূর্বের প্রেমিককে ভুলতে না পেরে মরিয়ম আকতার (১৮) নামে এক নববধু গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

সে উপজেলার রামেশ্বপুর ইউনিয়নের সাঘাটিয়া পূর্বপাড়ার শহীদুল ইসলামের মেয়ে।
রবিবার ১৪ জুন মেয়েটি তার বাবার বাড়িতে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, মরিয়মের স্থানীয় একটি ছেলের সাথে প্রেম ছিল।

এটি জানতে পেরে মাত্র ৯ দিন আগে তার বাবা উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যমাছেও গ্রামের আমজাদ হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২০) এর সাথে বিয়ে দেয়।

কিন্তু এ বিয়ে মন থেকে মেনে নিতে পারেনি মরিয়ম। এমতাবস্থায় বিয়ের ক’দিন পর স্বামীর বাড়ি হতে মরিয়ম বাবার বাড়িতে আসে এবং এ আবেগ ও বিষন্নতা সইতে না পেরে গোপনে গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আত্মহত্যার পেছনে বিয়ের আগে অন্যত্র প্রেমঘটিত বিষয় ছিল বলে জানাগেছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।