এই ঈদে নতুন চমক দেখাতে হাজির আসিফ আকবর (ভিডিও)

285

সুপ্রভাত বগুড়া (বিনোদন): সেই ২০০১ সালে “ও প্রিয়া তুমি কোথায়” এ্যালবামের ব্যাপক সাফল্যের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি, আমি যার কথা বলছি সে আর কেউ নয়, বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর।

প্রত্যেকটি ঈদেই তার কিছু না কিছু চমক থাকেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার ঈদেও দেখাতে চলেছেন নতুন চমক। আসছে ঈদে আসিফ আকবর নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। এর আগে ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে তিনি সিনেমার খাতায় নাম লেখান।

চলচ্চিত্রটি পরিচালনা করেন সাদাত হোসাইন। সিনেমাতেও দর্শকদের মন কাড়তে সক্ষম হন আসিফ। এখন ঈদকে সামনে রেখে নিয়ে এলেন নতন গান। ‘পিরিত কইরা কান্দি আমি’ এই গানটিও পরিচালনা করেছেন সাহাদাত হোসাইন।  

গানটি লিখেছেন ওমর ফারুক। সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন তরিক। বিদ্রোহী দিপন হলেন এই গানের ভিডিওটির সিনেমাটোগ্রাফার ।  হৃদয় চৌধুরী এর এডিট ও কালার করেছেন।

গানটি নিয়ে সাদাত হোসাইন বলেন, ‘প্রতিক্ষার পর অবশেষে গানটি মুক্তি পেল। আসিফ ভাই অসাধারণ গেয়েছেন। আর মাঈন হাসান আর অনামিকা দারুণ অভিনয় করেছেন। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

দেখুন ভিডিও :