আত্রাইয়ে ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক !

199
আত্রাইয়ে ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক ! ছবি-আবুহেনা

সুপ্রভাত বগুড়া (আবুহেনা আত্রাই প্রতিনিধি): নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সেলিম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, রাজশাহী শিবগঞ্জ উপজেলার দাদনগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩৮)।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্প্রতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর

ও এসআই প্রদীপ কুমার সঙ্গীয় ফার্সসহ উপজেলার রেলগেট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সেলিমকে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল হিরো গেøমারসহ আটক করা হয়।

তিনি আরো বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে।