তামাক পাতার প্রটিন থেকে করোনার ভ্যাকসিন তৈরী করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো !

251

সুপ্রভাত বগুড়া ডেস্ক : তামাক পাতার প্রোটিন দিয়ে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছে তামাক জাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

প্রি- ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যঞ্জক ফলের পর মানবদেহে প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা।

কোম্পানিটির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেলেই তারা ভ্যাকসিনটির প্রথম ধাপের পরীক্ষা 

অর্থাৎ তা মানবদেহে প্রয়োগ শুরু করবে।নতুন এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমোদন দেওয়ার জন্য তারা ইতোমধ্যে এফডিএ-এর কাছে আবেদন করেছে।

ভ্যাকসিন নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সরকারি সংস্থার সঙ্গেও আলোচনা করছে তারা।সরকারি সংস্থা ও সঠিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহায়তা পেলে তামাক পাতার প্রোটিন দিয়ে সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ উৎপাদন করতে সক্ষম হবে।

 গত এপ্রিলে কোম্পানিটি করোনা বাইরাসের বভ্যাকসিন তৈরির ঘোষণা দেয়।