তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনা দেখছেন মাশরাফী

251

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে  বাংলাদেশের বিপুল সম্ভাবনা দেখছেন, সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁর আশা, লাল সবুজের জার্সির দলটিতে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে,  যারা আগামীতে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকার মান আরো উঁচুতে নিয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের আমন্ত্রণে লাইভে এসে মাশরাফি বিন মর্তুজা এসব কথা বলেন। করোনায় স্তব্ধ গোটাবিশ্ব। কোথাও কোন খেলা নেই। অলস সময়  কাটছে ক্রীড়াবিদদের।

করোনাকালীন এই সময়ে বাংলাদেশ ওয়ানডে  ক্রিকেট দলের অধিনায়ক তামিম  ইকবালের আমন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন, দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

গেল মার্চেই অধিনায়কত্ব ছেড়েছেন এই লড়াকু ক্রিকেটার। বর্তমান ও সাবেক ওয়ানডে  অধিনায়কের আলাপ চারিতায় উঠে এসেছে, ড্রেসিং রুমের অনেক না বলা কথা। একে -অপরকে প্রশ্নও করেছেন। উত্তরও দিয়েছেন মন খুলে।

ক্রিকেট ছাড়াও ব্যক্তিগত অনেক বিষয় নিয়েও আড্ডা দেন, দেশের এই দুই জনপ্রিয় ক্রিকেটার।তামিমের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট আগামী দিনে আরো ভালো করবে বলেও প্রত্যাশা মাশরাফির।

বর্তমান অধিনায়ক তামিম ইকবালও খুনসুটির মাধ্যমে ওয়ানডেতে বদলে যাওয়া বাংলাদেশ দলে মাশরাফি’র ভূমিকা তুলে ধরেন।এছাড়া করোনায় সমাজের বিত্তবানদের দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহবানও জানিয়েছেন মাশরাফি ও তামিম দু’জনই।