সুপ্রভাত বগুড়া (এস এম দৌলত): বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান এর উদ্যোগে দুপচাঁচিয়া উপজেলার অসহায় গরীব কৃষকের ধান কেটে দিলেন তালোড়া পৌর ছাত্রদল।
করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিরাজমান পরিস্থিতিতে দেশে ধান কাটার শ্রমিক খুজে পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছে অসহায় ও গরীব কৃষকরা।
সেই গরীব চাষীদের পাশে দাঁড়িয়েছে তালোড়া পৌর ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের উদ্যোগে ধান কেটে দিল ছাত্রদল।
তালোড়া পৌর বিএনপির সভাপতি খন্দকার আব্দুল জলিল এর সার্বিক সহযোগিতায় তালোড়া পৌর ছাত্রদল নেতা হাসিনুর হাসান দিপুর নেতৃত্বে অসহায় গরীব কৃষক ফজলু মিয়ার হারিয়াগাছতলার জমির ধান কর্তন করা হয়।