দেশে করোনায় ১দিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু রেকর্ড আজ

সুপ্রভাত বগুড়া (জাতীয়): দেশে নতুন করে আরও ১ হাজার ৬০২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত রোগী রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে। 

এছাড়া ভাইরাসটিতে গেল ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সোমবার (১৮ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে রোববার দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা ছিল ১২ শতাধিক। ওই দিন মারা গিয়েছিল ১৪ জন।

শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০ তম। দুই শতাধিক দেশ ও অঞ্চলের এ তালিকায় সবার উপরের দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লক্ষাধিক। এছাড়া সেখানে মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই।

এই তালিকায় ১১ নম্বর অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৯৬ হাজার। ভারতে ভাইরাসটি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


অন্যদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে। সেখানে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৮২ সহস্রাধিক হলেও নতুন রোগীর সংখ্যা একেবারেই কম।

দক্ষিণ এশিয়ার অপর দেশ নেপাল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই সফল। সেখানে প্রদুর্ভাব শুরুর দিকে দেখা গেলেও নিয়ন্ত্রণও ছিল শুরু থেকেই। এখন পর্যন্ত দেশটিতে কেবল একজন মারা গেছেন করোনাভাইরাসে।

বিশ্বে শনাক্ত হওয়া ৪৮ লাখ ৬ হাজার ২৯৭ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার না হলেও ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৩৩৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here