দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২০ ! নতুন আক্রন্ত এক হাজার ৮৭৩ জন

233

সুপ্রভাত বগুড়া (জাতীয়): গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৮৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫২ জন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ১০৮৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। সুস্থ হয়েছেন ২৯৪ জন, মোট সুস্থ হয়েছেন ৬৪৮৬ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি। ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি।

ঢাকা সিটির বাইরে ছয় হাজার ৩৪টি শয্যা আছে। আইসিইউ সংখ্যা আছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০৬টি।

এদিকে চট্টগ্রামে আরো ১৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ১ হাজার ৪৭৯ জন।  শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এর মধ্যে যথাক্রমে ৩৭, ১০০ ও ২৪ জনসহ শুক্রবার মোট ১৬১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এসব আক্রান্তদের মধ্যে ১২৯ জন নগরের এবং ৩২ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। হাসপাতালে সুস্থ হয়ে বাসা বাড়ি গেছেন ১৪৬ জন।