ধামইরহাটে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সুপ্রভাত বগুড়া (মোত্তাখারুল হক,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে কিশোরী কে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধামইরহাট থানায় অভিযোগ সুুত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সিলিমপুর গোয়ালপাড়া এলাকার হিন্দুু সম্প্রদায়ের জনৈক ব্যক্তির কিশোরী কন্যা (১৩) কে বাড়ীতে একা পেয়ে একই গ্রামের অসিম চন্দ্র মন্ডল (২০) ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় কিশোরীর চিৎকার শুনে তার মা ছুটে আসলে লম্পট অসিম পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি প্রকাশ না করতে কিশোরীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে অসিম চন্দ্র মন্ডল।

অসিম চন্দ্র্র মন্ডল একই গ্রামের নরেশ চন্দ্র্র মন্ডলের ছেলে। বিষয়টি সুষ্টু বিচারের আশায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় তিনজন কে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার জানান, কিশোরীর বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here