সুপ্রভাত বগুড়া (ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির পক্ষ থেকে ৫শত পিচ মাস্ক, ৫শত পিচ গ্লোভস , ৫০পিচ হ্যান্ড স্যানিটারজার ও ১শত পিচ পিপিই প্রদান করা হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাসের কার্যালয়ে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.আরাফাত ইমাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও,
জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, ফিল্ড সুপার ভাইজার আবু ইউসুফসহ চিকিৎসক ও সেবিকাবৃন্দ।