সুপ্রভাত বগুড়া (ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি): নওগাঁর ধামইরহাটে চিরি নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে জিহান বাবু (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার বিকন্দখাস এলাকায় এই ঘটনা ঘঠে।
পরে আধা ঘন্টাপর ওই শিশুর মরদহে ভেসে ওঠে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ হঠাৎ পাড়া এলাকার আশরাফ হোসেনের ছোট ছেলে জিহান বাবু পার্শ¦বতি বিকন্দখাস গ্রামে তার নানা আব্দুল গফুর মন্ডলের বাড়ি বেড়াতে যায়।
ঘটনার দিন স্থানীয় কয়েকজন মিলে পাশের চিরি নদীতে গোসল করতে গিয়ে ব্রীজের একপাশের পাড় থেকে নদীতে লাফালাফি করে।
এক পর্যায়ে জিহান বাবু নদীতে লাফ দিলে সে পানির নিচের দিকে তলিয়ে যায় এবং আধা ঘন্টা পর তার মরদেহ ভেসে ওঠে। রোববার সকালে তার লাশ দাফন করা হয়।