ধামরাইয়ে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

270

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ের কালামপুর-ভালুম শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জোমার ফ্যাশন লিমি, টেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ রবিবার (৩ মে) দুপুরে উপজেলার সানোরা ইউনিয়নের আলোকদিয়া এলাকায় জোমার ফ্যাশন লিমিটেড গ্রার্মেন্স এর প্রায় (৪০০শত ) শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কালামপুর ভালুম আলোকদিয়া আঞ্চলিক সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।

এসময় মালিক পক্ষের কোনো সারা না পেয়ে,কারখানার মুল ফটকের গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে, শ্রমিকরা আসবাবপত্র ভাংচুর করে।

বিক্ষোব্ধ শ্রমিকরা বলেন, গেল ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল এই তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া রয়েছে, গেল মাসে আন্দোলনের মুখে আজ (৩ মে ) আমাদের বেতন পরিশোধ করবে বলে জানিয়েছিল কারখানা কর্তৃপক্ষ।

কিন্তু আজ সকালে আমরা কারখানায় এসে কোন কর্মকর্তাকে না পেয়ে সড়ক অবরোধ করি।

এসময় ধামরাই থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা ঘটনা স্থল পরিদর্শন করে, কারখানার মালিকের সাথে কথা বলে, শ্রমিকদের আগামী ১০ তারিখে বেতন দিবে বলে আশ্বাস দেয়, সেই সুবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘরে ফিরে যান।