ধামরাইয়ে বাস চাপায় এক নারী পথচারী মৃত্যু!

245

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহনাজ (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকার রেডিসন গ্র্যান্ড ক্যাজুয়াল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহনাজ ধামরাইয়ের কালিদাশ পট্টি এলাকার আওলাদের স্ত্রী। ঘাতক বাসটি স্থানীয় একেএইচ পোশাক কারখানার শ্রমিক পরিবহন করতো। পুলিশ জানায়, সকালে ১০টার দিকে সড়কের পাশ দিয়ে হেঁটে যাবার সময় সাভারের দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এসময় অভিযুক্ত বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো: মনিরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটিও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।