সুপ্রভাত বগুড়া (রায়হানুল ইসলাম): বগুড়ার ধুনটে সাংবাদিকদের মাঝে পি,পি,ই, সেইফ ডল হ্যান্ড রাব ও সিভিট বিতরণ করা হয়েছে।
আজ ১৫ জুন সকাল ১১ টায় ধুনট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধুনট পুরাতন প্রেস ক্লাবের সদস্যদের মাঝে পি,পি,ই,সেইফ ডল হ্যান্ড রাব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মতিয়ার রহমান সাজু ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বিতরণকালে রাজিয়া সুলতানা বলেন, সাংবাদিকদের স্বাস্থ্য ঝুকি নিরাপত্তার জন্য এ সামগ্রী প্রদান করা হয়।