নওগাঁয় পাঁচ শতাধিক শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা বিমান

254

সুপ্রভাত বগুড়া (অন্তর আহম্মেদ নওগাঁ): সম্পাদক বিমান কুমার রায়ের নিজস্ব উদ্যোগে পাঁচ শতাধিক শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শহরের তাজের মোড়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্যাঙ্কলড়ী কার্ভাডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সকল শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে, ছোলা, চিনি, খেজুর, আটা, তেল, মুড়িসহ ইত্যাদি জিনিষপত্র বিতরন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, সদর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো.রিপন,ট্যাঙ্কলড়ী কার্ভাডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

যুবলীগ নেতা আশিক, নাজমুল, প্রিন্স, ছাত্রলীগ নেতা শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে অন্যান্যে শ্রমজীবি সংগঠনের শ্রমিকদের মাঝেও ইফতারি সামগ্রী প্রদান করা হবে বলে জানান যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়।