নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

244

সুপ্রভাত বগুড়া (এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ, প্রতিনিধি): নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে  ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে আহসানগঞ্জ স্টেশন চত্ত্বরে ২৩০ জন কুলি, হোটেল, চা স্টল শ্রমিক, হকার, তৃতীয় লিঙ্গ, দুস্ত মহিলা ও শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু ও নগদ অর্থ বিতরণ করেন নওগাঁ জেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন। 

সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে ওমর ফারুক সুমন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। যেহেতু করোনা সংকট শিথিল না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে না।

তাই এ দুর্যোগ মোকাবিলায় জন্য সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর৷ আহবান জানান তিনি।