নওগাঁর বদলগাছীতে গভীর নলকূপের ঘরে ২ নারীর লাশ উদ্ধার !

319
নওগাঁর বদলগাছীতে গভীর নলকূপের ঘরে ২ নারীর লাশ উদ্ধার ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (অন্তর আহম্মেদ নওগাঁ): নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠে গভীর নলকূপের ঘর থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চাংলা গ্রামে আহসান হাবিবের গভীর নলকূপের ঘরে লাশ দুটি পাওয়া যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে লোকজন মাঠে কাজ করতে গিয়ে আহসান হাবিবের গভীর নলকূপের ঘরের ভেতর দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন।

এরপর তাঁরা থানায় ঘটনাটি জানান। তিনিসহ পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে ২৮ থেকে ৩০ বছর বয়সী দুই নারীর লাশ পড়েছিল। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।

দুই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড, পুলিশ তা তদন্ত করে দেখছে।