নওগাঁ বদলগাঁছীতে কাঁকরা-ট্রাকটর চাপায় ডাইভারের মৃত্যু !

258
নওগাঁ বদলগাঁছীতে কাঁকরা-ট্রাকটর চাপায় ডাইভারের মৃত্যু ! ছবি-বুল বুল

সুপ্রভাত বগুড়া (বুলবুুল আহম্মেদ বুলু ,বদলগাছি প্রতিনিধি): নওগাঁ বদলগাঁছী মিঠাপুর ইউনিয়নে ভেরেন্ডী কান্দা গ্রামে ৯/ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যেই এই রাস্তায় ছোট খাটো দুর্ঘটনা লেগেই থাকে।

আজ ২৯ জুন ২০২০, সোমবার আনুমানিক বেলা ১২ ঘটিকায় নজিপুর হইতে আসা ওভার লোড বালুবাহী অবৈধ কাঁকরা ট্রাকটর দুর্ঘটনা কবলিত হয়।

জানা গেছে, কান্দা পাইলট ক্লাব সংলগ্ন ভাঙা কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় বালু বাহী কাঁকরা টাট্র্রটরটি নিয়ন্ত্রক হারিয়ে ছিটকে উল্টে গিয়ে রাস্তার পার্শ্ববত্তী ডোবায় পড়ে যায় এবং ইঞ্জিন থেকে বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে ওই ট্রাকটরের ড্রাইভার মোঃ মাহফুজ হোসেন (২৮) গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেয়ার সময় জামালগঞ্জ বাজারে তার মৃত্যু হয়।