নওগাঁ বদলগাঁছী তে ০৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়িক কে আটক করেছে থানা পুলিশ

231
নওগাঁ বদলগাঁছী তে ০৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়িক কে আটক করেছে থানা পুলিশ। ছবি-বুলবুল

সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ ( বুলু) নাওগাঁ বদলগাঁছী প্রতিনিধি): নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকোশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় নওগাঁ জেলার বদলগাঁছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমদ এর নেত্বতে এস আই, ( নিঃ) গেীরাঙ্গ মোহন রায় সহ অন্যান্য অফিসার ও ফোর্স গন সহ গোপন সাংবাদের ভিত্তি তে। বিষেশ অভিযান পরিচালনা করেন।

নওগাঁ জেলার বদলগাঁছী থানার মুথরাপুর উইনিয়নে র মাহমুদ পুর গ্রামের কৃখ্যাত টপ মাদক ব্যাবসায়িক । মোঃ আবুল হোসেনের ছেলে মো রাসেল (৩০) ও তার জামায় মোঃ সাজু কে। ০৬ কেজি গাঁজা সহ ১৪/০৭/২০২০ ইং তারিখে রাত ২৩.৩৫ ঘটিকায় দুই মাদক ব্যাবসায়িক কে। থানা পুলিশ গ্রেপ্তার করেন।এ সংক্রান্তে বদলগাঁছী থানায় মামলা রুজু হয়েছে।