সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ ( বুলু) নাওগাঁ বদলগাঁছী প্রতিনিধি): নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকোশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় নওগাঁ জেলার বদলগাঁছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমদ এর নেত্বতে এস আই, ( নিঃ) গেীরাঙ্গ মোহন রায় সহ অন্যান্য অফিসার ও ফোর্স গন সহ গোপন সাংবাদের ভিত্তি তে। বিষেশ অভিযান পরিচালনা করেন।
নওগাঁ জেলার বদলগাঁছী থানার মুথরাপুর উইনিয়নে র মাহমুদ পুর গ্রামের কৃখ্যাত টপ মাদক ব্যাবসায়িক । মোঃ আবুল হোসেনের ছেলে মো রাসেল (৩০) ও তার জামায় মোঃ সাজু কে। ০৬ কেজি গাঁজা সহ ১৪/০৭/২০২০ ইং তারিখে রাত ২৩.৩৫ ঘটিকায় দুই মাদক ব্যাবসায়িক কে। থানা পুলিশ গ্রেপ্তার করেন।এ সংক্রান্তে বদলগাঁছী থানায় মামলা রুজু হয়েছে।