নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর এমডি ও জিএম (প্রশাসন) এর বিদায় এবং নবাগত এমডির বরণ

267
নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর এমডি ও জিএম (প্রশাসন) এর বিদায় এবং নবাগত এমডির বরণ । ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি): নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর এমডি কৃষিবীদ আবদুল কাদের ও জিএম (প্রশাসন) আনোয়ার হোসেনের বদলীজনিত বিদায় ও নবাগত এমডি হুমায়ুন কবিরের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৯ জুন) নবেসুমি হাই স্কুল, নবেসুমি লিঃ এর কৃষি বিভাগ ও খামার বিভাগের পৃথক পৃথক উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবেসুমি হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম, নবেসুমি লিঃ এর জিএম (খামার) আনিস উজ্জামান, উপমহাব্যবস্থাপক (স¤্রসারণ) মঞ্জুরুল হক, শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার,

সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, আশরাফুল আলম, কৌশিক আহম্মেদ, জিয়াউল হক, নাহিদুজ্জামান, আব্দুল বাতেন সহ শ্রমিক ইউনিয়নের সকল সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই দিনে নবেসুমি লিঃ এর মুজিব চত্তর নির্মানের ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।