নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ৮৮তম আখ মাড়াইয়ের উদ্বোধন

497
  নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ৮৮তম আখ মাড়াইয়ের উদ্বোধন। ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ২০২০-২১ (৮৮তম) আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১১ ডিসেম্বর) সন্ধ্যায় নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবেসুমির ব্যাবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২০-২১ (৮৮তম) আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, আখ চাষী নেতা আনছার আলী দুলাল, শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমূখ।

চিনিকল সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে ২ লাখ ১৪ হাজার মে.টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০শ মে.টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫%।