সুপ্রভাত বগুড়া (নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুর থেকে ৫ কেজি গাঁজার গাছ সহ রিপন বিশ্বাস (৩০) নামে এক গাজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল। সোমবার দিবাগত রাত(১৫ই ডিসেম্বর)ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫ জানায়, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালপুরে অভিযান চালায়। এসময় উপজেলার বাকনা পূর্বপাড়া এলাকা থেকে মৃত ওমর বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস কে বাড়ির আঙিনায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ হাতে নাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজার ব্যবসা করে বলে স্বীকার করেছে আটক রিপন বলেও জানায় র্যাব-৫। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মামলা রুজু করা রয়েছে।