সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুরে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, লালপৃুর থানার অফিস ইনচার্জ সেলিম রেজা, কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।
উপস্থিত অতিথিবৃন্দরা জাতির পিতার প্রতি সম্মান রক্ষায় সকলকে একযোগে কাজ করা এবং যারা জাতির পিতাকে অসম্মান করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আহব্বান জানান।