সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ প্রকল্পের আওতায় ১১ জন শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পিআইসির বাস্তবায়নে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি,
সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমূখ।