সুপ্রভাত বগুড়া (জ্ঞান-বিজ্ঞান): নারীর গোপনাঙ্গের নিঃসরণ থেকে বিয়ার! তাও যে সে নারী নন, তিনি যদি হন পৃথিবী কাঁপানো অন্তর্বাস-মডেল? হ্যাঁ শুনতে ভয়াবহ হলেও সত্যি।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-য় হইচই ফেলে দিয়েছে এই বিয়ার। বিয়ারটির নাম ‘দি অর্ডার অফ যোনি’। বিয়ারটি নারীর গোপনাঙ্গ থেকে ক্ষরিত ল্যাকটিক অ্যাসিডের থেকে তৈরি।
গত ২৮ জুলাই থেকে পোল্যান্ডে বিক্রি হচ্ছে এই বিয়ার। প্রথমে কাটোয়াইস শহরে বিয়ারটিকে লঞ্চ করেন নির্মাতারা। ধীরে ধীরে এই বিয়ার ছড়িয়ে পড়তে শুরু করে অন্যান্য শহরের পাবগুলিতে।
প্রসঙ্গত বিয়ারটির দাম ধার্য করা হয়েছে ২৫ জ্লটি, বাংলাদেশী মুদ্রায় ৫৩৫ টাকার মতো। বিয়ারের বোতলে এখন ব্যবহার করা হচ্ছে পলিন নামক একজন অন্তর্বাস-মডেলের ছবি।
একই সঙ্গে তাঁর নানা বিভঙ্গের ছবি ব্যবহার করা হচ্ছে। সংস্থার কর্মকর্তা ওজটেক ম্যান আন্তর্জাতিক জানিয়েছেন,
দুইজন মডেল পলিন ও মনিকার গোপনাঙ্গ থেকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান করে গাইনোকলজিস্টরা এই পানীয় তৈরি করেছেন।
বলা হচ্ছে, এই বিয়ারে নাকি প্রিয় নারীর যৌনাঙ্গের আঘ্রাণও পাওয়া যাবে।