সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): সময় টিভির সাকির হোসেন বাদলকে সভাপতি ও মাছরাঙ্গা টিভির মঞ্জুরুল আলম সিয়ামকে সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলায় সাংবাদিক নিযাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এই কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নীলফামারী জেলা সম্পাদক মো: নূর আলাম।
বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক প্রতিক্রিয়ায় বলেন, নবগঠিত এই কমিটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিএমএসএফ’র পাশে থেকে কাজ করবে।