সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ জয়পুরহাট,প্রতিনিধি): জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা করে। এঘটনায় উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে ইলিয়াস হোসেন (৩৫) কে আটক করে বিজিবি।
জয়পুরহাট,২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটো বলেন, মঙ্গলবার ভোররাতে চেচঁড়া সীমান্তের ২৮৩/০৯ সাব পিলার এলাকা দিয়ে কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাদেরকে টহলদলের সদস্যরা দাঁড়ানো সংকেত দেয়।
এসময় অন্যরা পালিয়ে গেলেও ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছকে আটক করে বিজিবি। পরে মাদক আইনের মামলায় তাকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।