প্রমান আছে,চীনের উহানের ল্যাব থেকে করোনার সূত্রপাত: ট্রাম্প

347

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): চীনের উহানের ল্যাব থেকে করোনার সূত্রপাত, প্রমান আছে মার্কিন গোয়েন্দা বিভাগে। এম তথ্য জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, এবার করোনা আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশাস্তিন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে আবারো প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে চীনকেই দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রমানের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও চীন উদ্দ্যেশ্যমূলকভাবে এ ভাইরাসটি ছড়িয়েছে বলে মনে করেন তিনি। যদিও এখন পর্যন্ত করোনা মানুষ্য সৃষ্টি নয় – একথাই বলে আসছে মার্কিন গোয়েন্দা বিভাগ।

এদিকে, এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের শরীরে করোনা শনাক্তের খবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিশাস্তিন।

আইসোলেশনে থাকা অবস্থায় তাঁর দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী অ্যান্দ্রেই বেলুসেফ। করোনা সংকটে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নীতি প্রনয়ণে মিশাস্তিন ঘরে বসেই অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন।